সিরাজগঞ্জে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা পর্যায়ে ৫৪তম ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্সে বালক ও বালিকা বিভাগে বিজয়ীদের মাঝে ওইদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হাফিজুল ইসলাম ও সহকারী শিক্ষক আলমগীর হোসেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া কর্মকর্তা, প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
