
নেত্রকোণার দুর্গাপুরে অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাডভান্সড মডেল স্কুলে নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও আনন্দঘন নবীন বরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা পরিচালক এ কে এম ইয়াহিয়া।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বক্তব্যকালে অতিথিরা বলেন, কেবল পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহ-শিক্ষা কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডভান্সড মডেল স্কুল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ অভি, অলিউল্লাহ, হাফিজ উদ্দিনসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দৈনিক বর্তমান বাংলার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শান্ত দে।
নবীন বরণ পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, আবৃত্তি ও সুরেলা সংগীত গোষ্ঠীর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি ও প্রধান শিক্ষক সাইফুল হক শামীম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।