ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চবিতে শুরু হচ্ছে ১০ম প্রতীকী জাতিসংঘ সম্মেলন

চবিতে শুরু হচ্ছে ১০ম প্রতীকী জাতিসংঘ সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সংস্থার (সিইউমুনা) উদ্যোগে ১০ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীকী জাতিসংঘ সম্মেলন ২০২৬। আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি চারদিনব্যাপী চলবে এই সম্মেলন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির মহাসচিব আনিকা তাহসিন।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার মাধ্যমে নগর শাসনব্যবস্থা এবং সামাজিক অবস্থানগত ন্যায়বিচারের পুনর্গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ডাইসেক, ইউএনএইচআরসি, ইউএনইপি, ইউএন উইমেন, এসসিও, বিশ্বব্যাংক, ইউএন হ্যাবিট্যাট, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বাংলাদেশ নির্বাচন কমিশনসহ মোট ১০টি কমিটি থাকবে। সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে কূটনৈতিক আলোচনা, যুক্তিতর্ক উপস্থাপন এবং দলবদ্ধ কার্যক্রমে অংশ নেবেন।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের প্রায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি এবারের সম্মেলনে অংশ নেবেন।’

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) ড. কামাল উদ্দিন।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহসহ অন্যান্য বিভিন্ন অনুষদ ও বিভাগের শ্রদ্ধেয় ডীন, চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।

আয়োজকদের প্রত্যাশা, সিইউমুনা ২০২৬ তরুণদের বৈশ্বিক সমস্যা সমাধানে নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতা অর্জনে অনুপ্রাণিত করবে এবং একটি সফল আন্তর্জাতিক আয়োজন হিসেবে সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিইউমুনার মহাসচিব আনিকা তাহসিন, উপ-মহাসচিব সাবেকুর নাহার জিসান, মহাপরিচালক ইউশা জামান তুর্যসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

চবি,প্রতীকী জাতিসংঘ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত