ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় গলায় সুজি আটকে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার সদর উপজেলায় গলায় সুজি আটকে আলিফা মুনতাহা (৮ মাসের) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বাটিকা ডাঙ্গায় এ ঘটনা ঘটে।

নিহত আলিফা সদর উপজেলার বাটিকাডাঙ্গায় গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে আলিফা মুনতাহা-র মা তাকে সুজি খাওয়ানোর সময় গলায় আটকে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি।

চুয়াডাঙ্গা,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত