ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতীকী অনশন

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের প্রতীকী অনশন

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রংপুরের প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাব রংপুরের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর বিভাগ ও জেলা শাখার আয়োজনে এ প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।

প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা ‘বেতন স্কেল সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ করার জন্য’ দীর্ঘদিন হতে আন্দোলন করে আসছি। আমরা যে বেতন পাই তাতে করে আমাদের পরিবার খরচ চালিয়ে ছেলে-মেয়েদের শিক্ষা খরচ ও অন্যান্য চাহিদা খরচ চালানো মুশকিল হয়ে পড়েছে। তাই আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন করেছি যাতে আমাদের দাবি মানা হয়। কিন্তু আমরা দেখতে পারছি বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা স্কেল নির্ধারণ করা হচ্ছে না। তাই আমাদের ১ দফা দাবি এই যে, দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন করা হোক অন্যথায় আমাদের আন্দোলন চলমান থাকবে।

কর্মসূচিতে আন্দোলন কমিটির মুখ্য সমন্বয়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী রংপুর সিটি কর্পোরেশনের সভাপতি আব্দুল রহিম বাবলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর, রংপুর জেলা চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের সভাপতি মিঠু মিয়া, সহ সম্পাদক মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, রংপুর কালেক্টরেট ও চিত্তবিনোদন ক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন মিয়া, মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আঞ্চলিক শ্রম দপ্তর রংপুরের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ,প্রতীকী অনশন,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত