শীতার্ত ৫০০ পরিবারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯:১১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

বৃহত্তর রংপুরের কালীগঞ্জ উপজেলায় কনকনে শীত ও হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

বৃহস্পতিবার উপজেলার দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রফিট ফাউন্ডেশন’-এর আয়োজনে ৫০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহান।

তিনি তার বক্তব্যে বলেন, “তীব্র শীতে এই মানবিক সহায়তা স্থানীয় অসহায় মানুষের জন্য এক পরম আশীর্বাদ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এই এগিয়ে আসা প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু মাসুদ খান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু জাফর।

এসময় বক্তারা শীতবস্ত্র বিতরণ কর্মসূচির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এ ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানান।অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. শামীম হোসেন, দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস এবং প্রফিট ফাউন্ডেশন (পিএফ) টিমের সদস্যবৃন্দ।

পুরো কর্মসূচিটি সফলভাবে পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মো. জয়নুল আবেদীন এবং ফিল্ড অফিসার মোছা. মুন্নি বেগম।

প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ বলেন, শত বাধা পেরিয়ে তাদের একমাত্র লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের মুখে হাসি ফোটানো। দাতা সংস্থাগুলোর সহযোগিতায় এই লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে। কম্বল পেয়ে উপকারভোগীরাও আয়োজক ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।