১২ বছরে পা রাখলো প্রস্ফুটিত শেরপুর: অবদানকারীদের সম্মাননা প্রদান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:১০ | অনলাইন সংস্করণ
নকলা (শেরপুর) প্রতিনিধি

সুনামের সহিত দীর্ঘ ১১টি বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ করলো শেরপুর জেলার জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘প্রস্ফুটিত শেরপুর’। এই গ্রুপটির এক যুগে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উদযাপনে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে জনস্বার্থে তথ্যবহুল পোস্ট করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২৫ সালে সর্বোচ্চ পোস্টকারী বর্ষসেরা অ্যাডমিন সদস্য ও সর্বাধিক সচল অ্যাডমিন প্যানেল সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এছাড়া গ্রুপের পোস্টে সর্বোচ্চ লাইক-কমেন্টপ্রাপ্ত বর্ষসেরা পোস্টদাতা সদস্য ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা সকলকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
তথ্য মতে, সর্বোচ্চ পোস্টকারী বর্ষসেরা অ্যাডমিন প্যানেল সদস্য ৩ জন ও সর্বাধিক সচল ৩ জন অ্যাডমিনকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়।
সর্বোচ্চ পোস্টকারী অ্যাডমিন হিসেবে যথাক্রমে মোহাইমিন হাসান সাবিদ, রাইসুল ইসলাম রিফাত ও মেহেদি হাসান সিফাতকে এবং সর্বাধিক সচল অ্যাডমিন হিসেবে যথাক্রমে সাইফুল্লাহ রহমান, রাইসুল ইসলাম রিফাত ও মেহেদি হাসান সিফাত নির্বাচিত করা হয়।
উভয় ক্যাটাগরিতে রাইসুল ইসলাম রিফাত ও মেহেদি হাসান সিফাত যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করায় বিজয়ী ৪ জনকে মোট ৪টি সম্মাননা স্মারক ও মহামূল্যবান বই পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া ‘প্রস্ফুটিত শেরপুর’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন দেবাশীষ সরকারকে অন্যান্য অ্যাডমিন সদস্যদের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে।
তাছাড়া গ্রুপে পোস্ট করা একটি পোস্টে প্রায় ৫৩ হাজার (সর্বোচ্চ) লাইক-কমেন্টপ্রাপ্ত ইমরান হাসান রাব্বীকে বর্ষসেরা সদস্য হিসেবে এবং রেজিস্ট্রেশন সম্পন্নকারী ২৮ জন অ্যাডমিন প্যানেল সদস্যকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
নির্ধারিত সময়ে যথাযথভাবে রেজিস্ট্রেশন সম্পন্নকারী অ্যাডমিন প্যানেলের ২৮ জন শুভেচ্ছা স্মারকপ্রাপ্তরা হলেন— আবু হানিফ সজিব, মাহমুদুল হাসান হান্নান, রাইসুল রিফাত, আব্দুল ওয়াদুদ, সাইফুল্লাহ রহমান, আলী হোসেন, দেবাশীষ সরকার, রেদুয়ান রাশেদ, সোহান, এএনএম রাশেদ, ডা. সৌরভ, রাজিয়া সামাদ ডালিয়া, জিল্লু রহমান, মেহেদি হাসান সিফাত, মোহাইমিন হাসান সাবিত, নূর হোসেন, সাজ্জাত হোসাইন, আল হাসান ইমরান, রকিব আহমেদ অন্তর, জান্নাতুল মাওয়া ছুটি, জাকির হোসেন, জাহিদুল খান সৌরভ, সতিল, তানকিন হোসেন তুহিন, আশরাফুল ইসলাম, লাভলী আক্তার, মো. রেজাউল করিম সুজন ও শোয়াইব।
তবে জনস্বার্থে ব্যবহৃত প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপটি পরিচালনার জন্য পুরো জেলা থেকে অন্তত ৩৭ জনকে নিয়ে একটি বৃহৎ অ্যাডমিন প্যানেল গঠন করা হয়েছে। যাদের পোস্টের মাধ্যমে সব পেশাশ্রেণির জনগণ নিয়মিত উপকৃত হচ্ছেন।
এই গ্রুপটির সেবাকে জনগণের আরও কাছে পৌঁছে দিতে দ্রুত সময়ের মধ্যে নিরবিচ্ছিন্ন ফেসবুক ব্যবহারকারী আরও অন্তত ১৩ জনকে অ্যাডমিন প্যানেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন দুই ক্যাটাগরিতে বর্ষসেরা দ্বিতীয় অ্যাডমিন হিসেবে নির্বাচিত রাইসুল ইসলাম রিফাত।
বর্ষসেরা বিজয়ী বাছাই ও ফলাফল প্রস্তুত উপকমিটির বরাত দিয়ে রাইসুল ইসলাম রিফাত আরও জানান, প্রস্ফুটিত শেরপুরের ৩৭ জন অ্যাডমিন প্যানেল সদস্যের মধ্যে ২০২৫ সালে এই গ্রুপে সর্বোচ্চ পোস্টকারী বিজয়ী মোহাইমিন হাসান সাবিদ ৩৫১টি, দ্বিতীয় পোস্টদাতা রাইসুল ইসলাম রিফাত ৩৪২টি এবং তৃতীয় পোস্টকারী মেহেদি হাসান সিফাত ২৩৫টি পোস্ট করেন।
এছাড়া অন্যান্য পোস্টকারীদের মধ্যে দেবাশীষ সরকার ২০৫টি, সাইফুল্লাহ রহমান ১৮৮টি, তানকিন হোসেন তুহিন ১৪৬টি, মো. আলী হোসেন ১২৬টি, মো. আবু হানিফ সজিব ১১২টি, নূর হোসেন ১১১টি, মো. শামসুর রহমান ১০৭টি, রুকুনুজ্জামান রিপন ৮৯টি, মো. হুমায়ুন আজাদ ৭৯টি, এএম আব্দুল ওয়াদুদ (আরিফ) ৭৮টি, প্রস্ফুটিত শেরপুর ৭০টি, মো. মেহেদি হাসান সোহান ৬৮টি, রকিব আহমেদ অন্তর ৬৭টি, মো. শোয়াইব রহমান ৫১টি, আজমাইন আদিল শিশির ৫০টি, রোকসানা জান্নাত রিমি ৪৬টি, রেদুয়ান রাশেদ ৪৫টি, মো. ইফতেখার ইসলাম তনয় ও রাজিয়া সুলতানা ৪৪টি করে, মো. সাজ্জাদ হোসাইন ৩৮টি, আল হাসান ইমরান ও শরীফ আকন্দ ৩৭টি করে, মো. আশরাফুল ইসলাম ৩৫টি, মোহাম্মদ রেজাউল করিম সুজন ৩২টি, রাসেল নাঈম ৩১টি, গোলাম মাঈনুল হাছান (রবিন) ২৭টি, জাকির হোসেন ২০টি, মো. জাহিদুল খান সৌরভ ১৪টি, লাভলী আক্তার ১৩টি, সাজেদুল আলম সাজু ১২টি, মো. শাহ জিল্লু রহমান ৭টি, জান্নাতুল মাওয়া ছুটি ও মো. নাজমুস সাকিব সতিল ৩টি করে এবং মো. মাহমুদুল হাসান হান্নান গত এক বছরে একটি পোস্ট করে শুভেচ্ছা পুরস্কার বিজয়ী হন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রস্ফুটিত শেরপুর গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন দেবাশীষ সরকার তার সমাপনী বক্তব্যে বলেন, যাদের মেধা, দক্ষতা, সততা, সময় ও অক্লান্ত শ্রমের সংমিশ্রণে পরিচালিত এই গ্রুপটি শেরপুর জেলাসহ দ্রুত দেশবাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তবে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি জানান, ২০১৫ সালের ১৬ জানুয়ারি এই গ্রুপের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি কেবল একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং শেরপুরের সঠিক তথ্য পাওয়ার এক নির্ভরতার নাম। তথ্য আদান-প্রদান থেকে শুরু করে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রস্ফুটিত শেরপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জনবান্ধব এই ফেসবুক গ্রুপের তথ্যসেবার মান আরও বৃদ্ধি করার পাশাপাশি শেরপুরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারা সদা তৎপর। সর্বদা সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অ্যাডমিন প্যানেলের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক এবং পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে ‘প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের ১১ বছর পেরিয়ে ১২ বছরে পদার্পণ’ লেখা সম্বলিত একটি বড় কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এসময় জেলা ও উপজেলার প্রস্ফুটিত শেরপুর গ্রুপের অ্যাডমিন প্যানেলের সকল সদস্য, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
