পাথরঘাটায় জামায়াত-বিএনপির পৃথক ৪ মামলায় সাতজন আটক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:২৯ | অনলাইন সংস্করণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘটিত সহিংস মারামারি ও কোপাকুপির ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উভয় দলের সাতজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দায়েরকৃত চারটি পৃথক মামলার ভিত্তিতে বিএনপির তিনজন ও জামায়াতের চারজন নেতাকর্মীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. বজলুর রহমান এবং রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে (গদি কালাম)।
এর আগে, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, মারধর ও দেশীয় অস্ত্র নিয়ে কোপাকুপির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী মোতায়েন করে।
যৌথ বাহিনীর অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
