ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বিকাশে প্রতারণার শিকার হয়ে খোয়া গেলো অবঃ কর্মকর্তার ৫৪ হাজার টাকা

বিকাশে প্রতারণার শিকার হয়ে খোয়া গেলো অবঃ কর্মকর্তার ৫৪ হাজার টাকা

সিরাজগঞ্জে বিকাশ প্রতারক চক্রের খপ্পরে পড়ে ৫৪ হাজার টাকা হারালেন এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ ঘটনায় ওই কর্মকর্তাসহ পরিবারের সদস্যদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের (অবঃ) প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের বাড়িতেই জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার বিকেলে ০৯৬৫৮২৬১৩৩০ নম্বর থেকে কয়েক দফায় তার ০১৭১৫২৩৩৯৫৭ নম্বরে ফোন করা হয়। এ ফোন থেকে বলা হয়, গাজীপুর থেকে বলছি স্যার, আপনার বিকাশ নম্বরে কয়েক দফায় ভুলবশত ৫৪ হাজার টাকা ঢুকেছে। দয়া করে এ টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এ অনুরোধে তিনি তার বিকাশ নম্বর খুলে দেখেন, মেসেজ এসেছে কিন্তু কোনো টাকা আসেনি। এ বিষয়ে জানানো হলে অপর প্রান্ত থেকে কসম খেয়ে বলা হয়, স্যার আপনার বিকাশ নম্বরে ত্রুটি ঘটেছে। এ কারণে টাকার ফিগার এখন দেখতে পারছেন না।

এ সময় তাৎক্ষণিকভাবে ০৯৬৫৮২৯৪৭৪৯ নম্বর থেকে ফোন দিয়ে বলা হয়, আমি বিকাশ হেড অফিস থেকে বলছি স্যার। আপনার বিকাশ নম্বরে ৫৪ হাজার টাকা ঢুকেছে। এ টাকা ফেরত দিন এবং এখনই ৪ হাজার টাকা বোনাস নিন।

একপর্যায়ে সিরাজুল ইসলামের বিকাশের পিনকোড নম্বরটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অবশেষে তিনি ওই প্রতারক চক্রকে বিকাশের পিনকোড দেন। পরে স্থানীয় এলজিইডি মোড়ের একটি বিকাশ দোকান থেকে নিজের বিকাশ অ্যাকাউন্টে কয়েক দফায় ৫৪ হাজার টাকা পাঠানো হয়।

পরবর্তীতে ওই কর্মকর্তা তার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান, ওই ৫৪ হাজার টাকা আর নেই। ঘটনার দিন রাতেই সিরাজুল ইসলাম বিকাশ হেড অফিসে এ বিষয়ে যোগাযোগ করেন।

এ পরিপ্রেক্ষিতে বিকাশ অফিস থেকে জানানো হয়, তার টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং এতে ৫ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। এদিকে বিকাশ প্রতারক চক্রের এমন ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

৫৪ হাজার টাকা,অবঃ কর্মকর্তা,বিকাশে প্রতারণার শিকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত