সোনারগাঁওয়ে ৮ শ্রমিককে ডাকাত সন্দেহে পুলিশে সোপর্দ, অতঃপর...
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৩১ | অনলাইন সংস্করণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে রাস্তার সিংলাবো ব্রিজ এলাকায় ৮ শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশের কাছে সোপর্দকৃতরা হলো, শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস (২২), জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭) এবং আব্দুল্লাহ (২১)।
পুলিশ আহত শ্রমিকদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। পরে গতকাল দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমানের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ৮জন শ্রমিক ছুটির দিন থাকায় তারা সোনারগাঁও পেরাব এলাকায় পিকনিকে ঘুরতে আসেন। পরে সন্ধ্যার পর এশিয়ান হাইওয়ের সিংলাবো এলাকায় দিয়ে ফিরে যাওয়ার সময় এলাকাবাসী ৮জন শ্রমিককে ডাকাত সন্দেহে আটক করে মারধর করে।
এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে জনরোষে পড়ে। জনগণের হাত থেকে বহু প্রচেষ্টায় আহত ৮জন শ্রমিককে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এদিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, ৮জনই তাদের কারখানার শ্রমিক এবং কখনই শ্রমিকেরা কোন অপরাধের সঙ্গে জড়িত না।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম খাঁন বলেন, মারধরের শিকার ৮ জন শ্রমিকের ব্যাপারে খোঁজ খবর নেয়া হয়েছে। তারা নিরাপরাধ হওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহতি করে তাদের কোম্পানীর ম্যানেজারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
