মুন্সীগঞ্জ-৩ আসন: প্রার্থিতা ফিরে পেলেন মুফতি নুরানী
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

নির্বাচন কমিশনে আপিল করে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এর আগে, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলার তথ্য গোপন করার অভিযোগ এনে মুফতি নুরানীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
রিটার্নিং অফিসারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছিলেন মুফতি নুরানী। শনিবার বিকেল সাড়ে তিনটায় শুনানি শেষে কমিশন তার পক্ষে রায় প্রদান করে এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়।
প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুফতি নুর হোসাইন নুরানী নিজেই।
তিনি জানান, আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন তিনি পুরোদমে নির্বাচনি প্রচারণায় নামতে প্রস্তুত।
