নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুরে গণসংযোগ ও উঠান বৈঠক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:০২ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, গণভোট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান বিষয়ে জনসাধারণকে সচেতন করতে রংপুরে গণসংযোগ/উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা, রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা, রংপুর জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার কাজী মো. শাহান।
এ সময় জাতীয় মহিলা সংস্থা, রংপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
