সিরাজগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:২৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাউতটলা গ্রামের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় কলেজ ছাত্র তুহিন ইসলামের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই উপজেলার পরানপুর গ্রামের তছের আলী আকন্দের ছেলে।

কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ওই কলেজ ছাত্র বাড়ি থেকে বের হয়ে যায়। ওই রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

শনিবার সকালে যমুনা নদীর তীরবর্তী ওই গ্রামের একটি পাইকার গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।