‘জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘন সম্ভব নয়’

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

দেশের জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে কেউই বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থিত ‘রেইন ওয়াটার রিজার্ভার’ (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্প পরিদর্শন শেষে সাম্প্রতিক মিয়ানমার সীমান্তের ওপার থেকে আরাকান আর্মি ছোড়া গুলিতে আহত স্কুল শিক্ষার্থী আফনান ও স্থলমাইন বিস্ফোরণে পা হারানো মোহাম্মদ হানিফের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আদিলুর বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের ফলে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়।

স্থানীয় জনগণের পানির চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্পটি গ্রহণ করে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

এমনটি হলে বিদেশি আগ্রাসন প্রতিহত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা আদিলুর।

এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের মাধ্যমে জাতীয় ঐক্য ও জনসাধারণের প্রতিফলন ঘটবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা রেইন ওয়াটার রিজার্ভারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে, একই দিন সকাল ১১টার দিকে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ কয়েকটি ক্যাম্পে এডিবির অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ক্যাম্পে সেবাদানকারী বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।