নারায়ণগঞ্জে মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২১:৩৭ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ছেলে আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১ টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের লতব্দী সিংগারপুর এলাকায় হাজী সিরাজ মিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। হাজী সিরাজ মিয়া (৪৫) ফজুল হকের ছেলে এবং তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী।
এদিকে বাড়ির ভেতরে থাকা সিসি টিভি ক্যামেরায় ডাকাতির পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। এতে দেখা যায় ভবনের দ্বিতীয় তলায় ডাকাতদল কক্ষের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চারটি কক্ষে থাকা ব্যবসায়ীর পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম্মি করে ফেলা হয়।
ডাকাতির এই ঘটনার ৩ মিনিটের একটি সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে উপজেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম বলেন, রাত আনুমানিক দেড়টার দিকে ভবনের দ্বিতীয় তলার মেইন গেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রধারী একদল ডাকাত বিভিন্ন কক্ষে অবস্থান নেয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতংক দেখা দেয়।
তিনি আরও বলেন, ডাকাত সদস্যরা তার চার বছর বয়সী নাতির গলায় পা দিয়ে পেচে ধরার চেষ্টা করে। এতে পরিবারের লোকজন তাদের হাতে জিম্মি হয়ে পড়েন। পরে ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
তিনি আরও জানান, এক পর্যায়ে এলাকার লোকজন টের পেয়ে গেলে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় একটি বড় আকারের ছুরি ফেলে রেখে যায়। এর আগে পার্শ্ববর্তী আতাদী এলাকায় ডাকাতদল আক্রমণ করার চেষ্টা করলে স্থানীয় জনগণ তা প্রতিহত করে।
এদিকে বুধবার রাতে পাচঁগাও এলাকায় ২ বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতি হওয়ায় জনমণে ডাকাত আতংক বিরাজ করছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (সার্কেল-গ) মেহেদী ইসলাম বলেন, ডাকাতির ঘটনার একটি সিসি টিভি ফুটেজ আমাদের নজরে এসেছে।
এই ঘটনায় পুলিশ তদন্ত করছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকাত সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে। ঘটনাস্থল থেকে বড় আকারের একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
