চুয়াডাঙ্গায় ইয়াবা সহ আটক  ১

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫২ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী সদর পাড়া থেকে ৩২ পিস ইয়াবাসহ মতিয়ার রহমান (৫৮) নামে এক এক মাদকবাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮ টার  আটক করা হয়। । আটককৃত মতিয়ার উপজেলার সদর পাড়া এলাকার বাসিন্দ। 

পুলিশ ও এলাকাবাসুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর নির্দেশে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এস আই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদরপাড়া মতিয়ার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে টাকা আটক করে। তার বাড়ি তল্লাশি করে ৩২ পিস ইয়াবা উদ্ধার করে। তাকে রাতেই জীবননগর থানায় সোপর্দ করা হয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আজ রবিবার দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।