চবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শাহাব উদ্দিন নীপু

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:১৫ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু।

রোববার (১৮ জানুয়ারি) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় সহকর্মীরা তাকে বরণ করে নেন।

বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শাহাব উদ্দিন ২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। গত ১৫ জানুয়ারি বিদায়ী সভাপতি রওশন আক্তারের কার্যকাল শেষ হলে ওইদিন বিকেলে তিনি দায়িত্বভার হস্তান্তর করেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার আনুষ্ঠানিকভাবে অধ্যাপক শাহাব উদ্দিন নীপু সভাপতি হিসেবে দায়িত্ব নেন। 

এ উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিভাগীয় সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।