চুয়েট উপাচার্যের সঙ্গে নব-গঠিত শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৫৭ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব-গঠিত চুয়েটের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

রোববার (১৮ জানুয়ারি) চুয়েটের সিন্ডিকেট কক্ষে শিক্ষক সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদের সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান, সহ-সভাপতি অধ্যাপক ড. সুমন দে, যুগ্ম-সম্পাদক মো. সামিউন বাসির, কোষাধ্যক্ষ ড. মো. আরিফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় মাসুম মিরাজ ও নির্বাহী সদস্য ড. মো. শামসুল আরেফীন।

সাক্ষাৎকালে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রস্তাব উপাচার্যের নিকট তুলে ধরেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে গঠনমূলক ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।

চুয়েটের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষক সমিতির ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।