স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:২৯ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা প্যাথলজি ল্যাবসংক্রান্ত জরুরি নির্দেশনার একটি ধারা বাতিল বা সংশোধনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের বিভাগীয় সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইস্যুকৃত জরুরি নির্দেশনায় (স্মারক নং স্বঃ অধি/হাসঃ/নির্দেশনা/২০২৫/১৫) ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে—প্যাথলজি ল্যাবের রিপোর্টে কেবলমাত্র বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকরাই স্বাক্ষর করতে পারবেন। এ নির্দেশনার বিরোধিতা করে উক্ত অনুচ্ছেদ বাতিল বা সংশোধনের দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের বৃহত্তর স্বার্থ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে উক্ত প্রজ্ঞাপনের ৫ নম্বর অনুচ্ছেদ অবিলম্বে বাতিল বা সংশোধন করা জরুরি। একই সঙ্গে রেজিস্টার্ড চিকিৎসকদের পাশাপাশি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট ও সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের ডায়াগনস্টিক রিপোর্টে স্বাক্ষর প্রদানের বৈধতা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারির দাবি জানান তারা।
এ সময় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মু. গোলাম কবীর ও অধ্যাপক ড. রামেন্দু পারিয়াল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সাজেদুল হাসান নাসিম।
