চাকসুর দাবিতে কেনা ফগিং মেশিন চবির কেন্দ্রীয় স্টোরে হস্তান্তর

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫ | অনলাইন সংস্করণ

  চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের দাবির প্রেক্ষিতে ক্রয়কৃত একটি ফগিং মেশিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর শাখাকে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার পরীক্ষামূলকভাবে ক্রয়কৃত কোরিয়ান BF 150 মডেলের এই মেশিনটি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় স্টোর শাখার কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসুর সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, কেন্দ্রীয় স্টোরের উপ-হিসাব নিয়ামক (কম্পিউটার) মো. কামাল উদ্দিন, শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তফু এবং কেন্দ্রীয় স্টোরের সেকশন অফিসার মো. মনির হোসেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এখন থেকে হল প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়মিত মশক নিধন অভিযান পরিচালনার জন্য চাহিদাপত্রের মাধ্যমে কেন্দ্রীয় স্টোর বিভাগ থেকে ফগিং মেশিনটি ব্যবহার করতে পারবে।

তবে এ কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও ওষুধসামগ্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই সরবরাহ করতে হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান এবং হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকরা সকল আবাসিক হল প্রাঙ্গণে নিয়মিত ও পূর্ণাঙ্গ মশক নিধন অভিযান পরিচালনার লক্ষ্যে দ্রুত ফগিং মেশিন ক্রয়ের দাবিতে রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেন।

পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির ৩৮২তম সভায় আলোচিত ও সুপারিশপ্রাপ্ত হয় এবং সর্বশেষ ৫৬৫তম সিন্ডিকেট সভায় ফগিং মেশিন ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।