সিরাজগঞ্জে ৬টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৮ জন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২০:৩৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৮ জন। সব আসনেই বিএনপি ও জামায়াতের একক প্রার্থী রয়েছে। আর কয়েকদিন পরেই নির্বাচনী প্রচারণা শুরু হবে।

জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা, জামায়াতে ইসলামীর শাহিনুর আলম, জাতীয় পার্টির জহুরুল ইসলাম, গণ অধিকার পরিষদ (জিওবি) মল্লিকা খাতুন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর শাব্বির হোসেন তামিম ও নাগরিক ঐক্যের নাজমুস সাকিব।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু, জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. মুহিবুল্লাহ, সমাজতান্ত্রিক দলের (বাসদ) এস এম আব্দুল্লাহ আল মামুন, গণ অধিকার পরিষদের (জিওবি) মোহাম্মদ মাহফুজুর রহমান ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) আনোয়ার হোসেন।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বৈধ প্রার্থী ৫ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আয়নুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুস সামাদ, জাতীয় পার্টির ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস রেজা রবিন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বৈধ প্রার্থী ৫ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী, জামায়াতে ইসলামীর রফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির হিল্টন প্রামানিক, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) আব্দুল হাকিম।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বৈধ প্রার্থী ৬ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, জামায়াতে ইসলামীর আলী আলম, জাতীয় পার্টির আকবর হোসেন, ইসলামী আন্দোলনের নুরুন নবী, গণ অধিকার পরিষদের (জিওবি) ইউসুফ আলী ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) মতিয়ার রহমান।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১০ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ মুহিত, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, এনসিপির এস এম সাঈফ মোস্তাফিজ, জাতীয় পার্টির মোক্তার হোসেন, ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন, আমজনতার দলের আসাদুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আবু জাফর মো. আনোয়ারুস সাদাত, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ইলোনা খাতুন, সমাজতান্ত্রিক দলের (বাসদ) আনোয়ার হোসেন ও ইসলামী ফ্রন্টের (বিআইএফ) মোশারফ হোসেন শহিদুল।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে শুরুতে ৫৬ জন মনোনয়নপত্র উত্তোলন করেন এবং দাখিল করেন ৪৫ জন। রিটার্নিং অফিসারের যাচাই-বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করে ৩২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে আপিলের মাধ্যমে আরও ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৮ জন বলে তিনি উল্লেখ করেন।