চট্টগ্রামে জামায়াতের প্রার্থীকে শোকজ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির আদেশে এ শোকজ নোটিশ জারি করা হয়।
অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।
একই সঙ্গে তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও প্রচার করেন, যা নির্বাচন কমিশনের চালু করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
চট্টগ্রাম জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন স্বাক্ষরিত আনুষ্ঠানিক আদেশে শোকজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির মতে, এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর প্রযোজ্য ধারার বিরুদ্ধে।
এর আগে একই আসনের অন্য প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই অভিযোগে ব্যাখ্যা দিতে শোকজ করা হয়েছিল।
আগামী ২৬ জানুয়ারি (সোমবার) অধ্যক্ষ নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
