ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না শাহ মো. আবু জাফর

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন শাহ মো. আবু জাফর। তিনি ন্যাশনাল ডেমোক্রেটি ফ্রন্ট (এনডিএফ)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

সোমবার (১৯ জানুয়ারি) সাংবাদিকদের কাছে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে তিনি জাতীয় সংসদ নির্বাচনের মতো কঠিন ও পরিশ্রমসাধ্য রাজনৈতিক দায়িত্ব পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে শাহ মো. আবু জাফর বলেন, “আমি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম ২১১ ফরিদপুর-১ নির্বাচনী এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য। কিন্তু এরই মধ্যে আমার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটে। ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তারা আমাকে জানান, বর্তমান শারীরিক অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের কঠিন ঝুঁকি নেওয়া বা অতিরিক্ত পরিশ্রম করা আমার জন্য উচিত হবে না।”

চিকিৎসকদের এই পরামর্শের প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে আমার দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী যারা কষ্ট পেতে পারেন—তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”

ভবিষ্যতে শারীরিক সুস্থতা ফিরে পেলে জনকল্যাণমূলক, ধর্মীয় ও সামাজিক কাজে আগের মতোই সক্রিয়ভাবে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন শাহ মো. আবু জাফর। এ সময় তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সত্যের জয় হোক, জনতার জয় হোক।”