সিরাজগঞ্জে সাবেক এমপি মুন্নার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:৫৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করা হয়েছে।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল সোমবার দুপুরে ওই কমিশনের চেয়ারম্যান বরাবর এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, হাবিবে মিল্লাত মুন্না ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার সম্পদের অনেক অংশ গোপন করেছেন। আয়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং হলফনামায় প্রদত্ত তথ্যের তুলনায় বাস্তব সম্পদের পরিমাণ হাজার গুণ বেশি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি সরকারি তহবিল আত্মসাৎ করে দেশে ও বিদেশে স্ত্রীর নামে সম্পদ গোপন করেছেন। তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালানোসহ চারটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্ণেল তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৪ ও ২০১৮ সালে দেশে একতরফা নির্বাচনের মাধ্যমে হাবিবে মিল্লাত মুন্না এমপি হন। এর মধ্যে একবার তিনি বিনা ভোটে এমপি নির্বাচিত হন এবং নির্বাচনে দাখিল করা হলফনামায় তিনি সম্পদের তথ্য গোপন করেছেন।

তিনি আরও বলেন, হাবিবে মিল্লাত মুন্না যে তথ্য দিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি সম্পদ তার রয়েছে। দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ অর্থ বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।