‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকার’
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

‘অন্তবর্তীকালীন সরকার কোনো দলের নয়, গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সরকার গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এসব কথা বলেছেন।
মঙ্গলবার বেলা ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে বলছে না, সে অর্থে সরকার নিরপেক্ষ। তবে সরকার হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কারণ এই সরকার হচ্ছে গণঅভ্যুত্থানে গঠিত সরকার। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকার। আর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই গণভোট।’
সরকার গণঅভ্যুত্থানের ফেভারে রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মানুষ পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিতে বলা হচ্ছে। সে অর্থে সরকার নিরপেক্ষতা হারিয়েছে। কারণ সরকার গণআন্দোলনের পক্ষে বলছে। কিন্তু এই অর্থে নিরপেক্ষতা হারায়নি যে সরকার কোনো রাজনৈতিক দলের ফেভারে বলছে।’
গণভোটে বিভিন্ন রাজনৈতিক দলের ‘না’ অবস্থান প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা যে বলবে, তাদের প্রসঙ্গ। আমাদের প্রস্তাব আমরা করছি।’
গণভোট প্রচারণার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—আমরা আশাবাদী।’
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা সিভিল সার্জন একেএম ডা. শাহাব উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
