দিনাজপুরে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

দিনাজপুরে আমন মৌসুমি ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ অভিযান শেষ হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ অভিযানও সম্পন্ন করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, জেলার ১৩টি উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ৪১,৬৮৫.৬০ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হয়েছে।
এছাড়া চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে ৭৫,০৩৫.৯৫০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সরকারি বিধিমতে গত ২০ নভেম্বর থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের তত্ত্বাবধানে এ ধান ও চাল সংগ্রহ অভিযান পরিচালিত হয় এবং তা সফলভাবে সমাপ্ত করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৪ টাকা দরে উল্লেখিত ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়।
জেলার ১৩ উপজেলার সরকারি গুদামসমূহে সরাসরি কৃষকদের কাছ থেকে এ ধান সংগ্রহ করা হয়েছে।
এছাড়া চুক্তিভিত্তিক মিলারদের কাছ থেকে প্রতি কেজি চাল ৫০ টাকা দরে মোট ৭৫,০৩৫.৯৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।
জেলার দিনাজপুর সদর, বীরগঞ্জ, বোচাগঞ্জ, কাহারোল, বিরল, খানসামা, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলায় ধান ও চাল সংগ্রহ করা হয়। তবে শীতজনিত কারণে সংগ্রহ অভিযান কিছুটা দেরিতে সমাপ্ত হয়েছে।
গত বছরের তুলনায় এবার ধান ও চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, দিনাজপুর জেলায় চালের লক্ষ্যমাত্রা ছিল ৭৫,০৩৫.৯৫০ মেট্রিক টন এবং ইতোমধ্যে চাল সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। সরকারি বিধিমতে এবার জেলায় ধান ও চাল সংগ্রহ অভিযান সমাপ্ত হয়েছে।
এ ধান ও চাল সংগ্রহ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসনের নিবিড় নজরদারির কারণে সুষ্ঠুভাবে ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
