ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মর্তুজা তুলা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য বলে জানা গেছে।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কার্যালয়ে এসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এই আসনে বিএনপি স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আইনটিতে বিএনপি, জামায়াতসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হালিমসহ জেলা, উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
