কক্সবাজারে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, চার আসনে মোট প্রার্থী ১৭

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৮:৫১ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে চারটি আসনে প্রার্থী সংখ্যা এখন ১৭ জন। এর বাইরে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র হাইকোর্টে বহাল করেছে বলে প্রার্থী দাবি করলেও মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তা বা জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন— কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবায়দুল কাদের নদভী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত। ফলে চারটি আসনে এখন প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

প্রাপ্ত তথ্য মতে, কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৩ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৪ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন ওই আসনের ৩ প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এই বৈধ ৫ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন ওই আসনের ৫ প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান, জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ১ জনের বাতিল হয়েছিল। প্রত্যাহারের শেষ দিন কেউ আসনটি থেকে প্রত্যাহার করেননি।

এই ৫ প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া, আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে ৫ জনের বৈধ হয়, অপর ২ জনের বাতিল হয়েছিল। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

এখন আসনটির ৪ প্রার্থী হলেন— বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার-৩ এর স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। মঙ্গলবার ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানায় হাইকোর্ট তাকে প্রার্থী হিসেবে বৈধ করেছে। কিন্তু এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে জানিয়েছেন কার্যালয়ের সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।