জামায়াত প্রার্থীকে সমর্থন

মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মুফতি শরাফত হোসাইন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২০:৫৫ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর-১ আসনে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লাকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও মনোনীত প্রার্থী মুফতি শরাফত হোসাইন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন মুফতি শরাফত হোসাইন।

এ সিদ্ধান্তের মাধ্যমে ফরিদপুর-১ আসনে জামায়াতসহ ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে থাকছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহত্তর ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্য জোরদারের অংশ হিসেবেই বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে ফরিদপুর-১ আসনে ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহার প্রসঙ্গে মুফতি শরাফত হোসাইন বলেন, তারা আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করেন এবং দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

তিনি আরও বলেন, তিনি ভোটের মাঠে না থাকলেও অধ্যাপক ড. ইলিয়াস মোল্লার বিজয়ের মধ্য দিয়ে তার আদর্শের জয় নিশ্চিত হবে। আদর্শের বিজয়ই তার ব্যক্তিগত বিজয় বলে তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে নিজের প্রার্থীতা প্রত্যাহার এবং তাকে সমর্থন জানানোর জন্য মুফতি শরাফত হোসাইনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি আশা প্রকাশ করেন, এই ঐক্য নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ইসলামী রাজনীতির শক্তিকে আরও সুসংহত করবে।