নওগাঁয় ইটের সাইজে কারচুপি; দেড়লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২১:২৩ | অনলাইন সংস্করণ
নওগাঁ প্রতিনিধি

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও কারচুপি করায় নওগাঁয় এক ইটভাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন- জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি বলেন, ইটভাটার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। ইটভাটায় অভিযান পরিচালনা করে দেখা যায়- আদর্শ মাপ অপেক্ষা ইটের মাপ ছোট ছিল এবং ইটের নেইম ব্লকের ব্যাপ্তি আদর্শ মাপ অপেক্ষা বড় ছিল।
এছাড়া পরিবেশের ছাড়পত্রও ছিল না। অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও কারচুপি আইনে মেসার্স এনএস কন্ট্রাকশন ইটভাটায় ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আদর্শ মাপ অপেক্ষা ইটের মাপ ছোট হওয়া, ইটের নেইম ব্লকের ব্যাপ্তি আদর্শ মাপ অপেক্ষা বড় হওয়া, পরিবেশের ছাড়পত্র না থাকা- এরূপ নানাবিধ অপরাধে ইটভাটা মালিককে জরিমানা আরোপ ও সতর্ক করা হয় বলে জানান তিনি।
এসময় নওগাঁ জেলা ব্যাটালিয়ন ফোর্সের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
