কৃষকের ছদ্মবেশে সার কিনতে গিয়ে ডিলারকে জরিমানা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি ও সারের কৃত্রিম সংকট দেখানোর প্রমাণ পাওয়ায় এক ডিলারকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে মেসার্স জগদীশ ট্রেডার্সের স্বত্বাধিকারী মহাদেব কুন্ডুকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সূত্রে জানা যায়, মস্তফাপুর বাজারে সারের ডিলার মেসার্স জগদীশ ট্রেডার্স দীর্ঘদিন ধরে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ বিষয়ে অভিযোগ পেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তার এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে সার ক্রয় করতে ওই ডিলারের কাছে পাঠান।

পরে ছদ্মবেশী কৃষক ডিএপি সার ক্রয় করতে গেলে তার সঙ্গে অন্য সার না নিলে বিক্রয় করবেন না বলে জানান। পরে তিনি বাধ্য হয়ে অন্য সারও ক্রয় করেন।

এরপর তিনি ডিএপি ও এমওপি সার প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৭ টাকা করে বেশি দিয়ে ক্রয় করেন।

এসব প্রমাণসহ ডিলারের স্বত্বাধিকারীকে জবাবদিহি করা হলে তিনি তার ভুল স্বীকার করেন। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ওই ডিলারকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ওই ডিলার দুটি অপরাধ করেছে। তাই এসব অপরাধের দায়ে সারের ডিলার মহাদেব কুন্ডুকে ৬০ হাজার টাকা আর্থিক জরিমানা করে সতর্ক করা হয়।