টংগিবাড়িতে বিএনপির নির্বাচনী মিছিলে ২ গ্রুপের সংঘর্ষ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২০:২৯ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার মিছিল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টা ও দুপুর ১টায় দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামিম মোল্লার সমর্থকরা মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর জের ধরে দুপুর ১টায় পুনরায় সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপির সমর্থক দুই গ্রুপ। এসময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শতাধিক লোকজন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যান।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলের কাছে পুলিশ ফাড়ির সদস্যরা অবস্থান নেয়। এতে বড় সহিংসতা এড়ানো সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।
