হাজীগঞ্জে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী প্রচার শুরু
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:৩৩ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল-রাত পর্যন্ত পৃথক পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা একটা পরিবর্তন চান। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনাদের সামনে থেকে পুলিশ আগের মতো স্বামী, ভাই, বাবাকে নিয়ে যাবে না। এ জন্য আপনারা এক হয়ে প্রতিবাদ করবেন।
তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের বিভিন্ন ভাতার পাশাপাশি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। স্বল্প পুঁজিতে বিনা সুদে কর্মমুখী ব্যবস্থা করা হবে। মাদক, ইভটিজিং রোধে নজরদারি বাড়াতে হবে। নানা অপরাধ নিরোধন করতে বিএনপি সরকার আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চায়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান এবং আরাফাত রহমান কোকা-সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত, অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ ইমাম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ মিঠু, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দিপু পাটোয়ারী প্রমুখ। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান কানু।
দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে কাজিরগাঁও বটতলা নির্বাচনের প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার। এতে মো. মোস্তফার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দিন গাজী ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক মো. শরীফ গাজীর যৌথভাবে সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুক ইসলাম কিরণ-সহ অন্যান্যরা।
সুহিলপুর বাজার বালুর মাঠে সভাপতিত্ব করেন সোলাইমান প্রধানিয়া। বাড্ডা পথসভায় সভাপতিত্ব করেন ৫ নং সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মমিন হোসেন প্রধানীয়া। বাড্ডা পথসভায় বক্তব্য রাখেন আব্দুল হাই ও সাবেক প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। যৌথভাবে সঞ্চালন করেন ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান শামীম ও খাজা মহিন উদ্দিন।
খাকবাড়িয়া পথ সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা খুরশিদ সালমান এবং সঞ্চালন করেন আলী হোসেন সুমন। সুহিলপুর পশ্চিম পাড়া ঈদগাহ ময়দানে পথসভায় সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন রিপন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন শামসুল হক গাজী।
বাউড়া পথসভায় সভাপতিত্ব করেন আবুল কালাম বেপারী এবং যৌথভাবে সঞ্চালন করেন সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তৈয়ব আলী।
দোয়ালিয়া পথসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী আব্দুর রব আখন্দ এবং সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
সুদিয়া পথসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজাহান মজুমদার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী এবং পরিচালনা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মো. মোজাম্মেল হোসেন শাহীন।
সুবিদপুর পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল সরদার।
কৈয়ারপুল পথসভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান তালুকদার এবং সঞ্চালন করেন উপজেলা বিএনপির আহবায় কমিটির সদস্য আবু জাফর পাঠান।
হাজীগঞ্জ পৌর ১ ও ২ নং ওয়ার্ড পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব সরোয়ার হোসেন বুলু এবং যৌথভাবে সঞ্চালন করেন জাহাঙ্গীর বেপারী এবং আমির হোসেন। বক্তব্য রাখেন ২ নং বাকিলা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩ নং ওয়ার্ড পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট উমর ফারুক টিটু এবং মো. সেলিম মিয়া।
খাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির সুৃমন।
হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায় সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। বক্তব্য রাখেন, হাজিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু।
হাজিগঞ্জ বাজার বিজনেস পার্ক পার্টি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ড. মো. আলমগীর কবির পাটওয়ারী এবং সঞ্চালন করেন বিএনপি নেতা কবির হোসেন। বক্তব্য রাখেন ওর বিএনপি'র সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রধানীয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোবারক হোসেন মিজি, যুবনেতা ফরহাদ মজুমদার, মাহবুব আলম খোকন, পৌর ৪ নং ওয়াড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাম্নান, নবগঠিত পৌর যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. রাসেল হোসেন খাঁন, সদ্য নবগঠিত পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজমূল হাসান রাজন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম-আহ্বায়ক মো. জহির আহমেদ জহির, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ মামুন-সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সমর্থকরা।
