তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ: পলোগ্রাউন্ডের প্রস্তুতি পরিদর্শনে চসিক মেয়র
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০৬ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

আগামীকাল (২৫ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২৪ জানুয়ারি) মেয়র মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতির খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে মহাসমাবেশে অংশগ্রহণকারীরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
মহাসমাবেশটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
