বিএনপি ক্ষমতায় এলে ফসলের ন্যায্যমূল্যের ব্যবস্থা করবে: মির্জা ফখরুল

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ

  ঠাকুরগাঁও প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করবে। যুবকদের টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করবে, নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী পাইকপাড়া গ্রামে গণসংযোগের অংশ হিসেবে  নির্বাচনী পথ সভায় ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখানে সবাই আমার ছাত্র। এজন্য সবাই আমাকে আলমগীর স্যার ডাকে, ওই নামেই পরিচিত। ওই নামেই আমি থাকতে চাই। আপনাদের কাছে এই ভালোবাসাই চাই।

তিনি বলেন, আপনাদের কাছে আসছি এটাই শেষবার। আমার বয়স হয়ে গেছে ৭৯। আমার এখনো সাহস আছে, মনের মধ্যে জোর আছে, আমি পৃথিবীতে এখনো আপনাদের জন্য কাজ করতে পারবো। আমরা ১৫ বছর অনেক কষ্ট করেছি। মিথ্যা মামলা দিয়ে আমাদের এই যে এখানে সবাই জেলে গেছে। আমি ১১৭টা মামলার আসামি ছিলাম। যারা জেল খাটছে তারা জানে জেল কি জিনিস। তারপরও আমরা থেমে থাকিনি, মাথাটা নিচু করিনি। আমরা ন্যায়ের পথে আছি সত্যের পথে আছি।

তিনি আরও বলেন, ভোটটা আমার অধিকার। সেই ভোটটা আমাদেরকে দিতে দেয়নি হাসিনা সরকার। যারা দিতে গিয়েছে জেলে দিয়েছে, মেরেছে, গুলি করেছে। তারা এখন ছাত্র আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। পালালো তো পালালো, এখানে যারা আওয়ামী লীগ করতো, নৌকাতে ভোট দিত তাদেরকে বিপদে রেখে দেশ ছেড়ে পালালো। এরকম নেতা আমরা চাই না। যে বিপদে রেখে চলে যাবে।

বিএনপির এই রনেতা আরও বলেন, আমরা দেশ ছেড়ে চলে যাইনি। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন- অন্য কোনো দেশে আমার বাড়ি নাই বাংলাদেশই আমার বাড়ি। এখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেগম জিয়া যেদিন মারা যান, এখানে তাঁর জানাজা পড়ানো হয়, মাঠের কোনো জায়গায় ফাঁকা ছিল না। গোটা বাংলাদেশের লোক গিয়েছিল, তার জানাজায় শরিক হয়েছিল, তার জন্য দোয়া করেছিল।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আবুল কাশেম, গোলাম কিবরিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।