বিজয়ী হলে সর্বপ্রথম চাঁদাবাজি-সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: ডা.শফিকুর রহমান
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫২ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বিজয় হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ দেশের ১৮ কোটি মানুষ মুক্ত হলে তবেই আমরা প্রকৃত অর্থে মুক্ত হব। তাই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশ জয়ী হবে, আর ‘না’ ভোট জয়ী হলে বাংলাদেশ পরাজিত হবে।
একটি দলকে উদ্দেশ্যে বলেন, ফ্যামিলি কার্ড দিবেন আবার মা-বোনদের গায়ে হাত দেবেন এটা মেনে নেয়া হবে না। আমাদের কোন কার্ড নেই। আমরা মানুষের ন্যয্যাটা বুঝিয়ে দিতে চাই।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশে তিনি আরো বলেন, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্বে আসতে পারি ইনসাফের বাংলাদেশ গঠন করবো। ইনসাফ সমতা নয়, ইনসাফ হল ন্যায্যটা বুঝিয়ে দেওয়া। আমরা আসলে চাঁদাবাজি, সন্ত্রাসী থাকবে না।
জামায়াত আমির বলেন, আমরা যুবকদের কোনো বেকার ভাতা দেব না, আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই। বেকার ভাতা দেয়া মানে তাদের অপমান করা। যুবকেরা ভাতা চায় না কাজ চায়। আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই।
তিনি আরও বলেন, বিগত সময়ে যারা দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন আমরা তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে বের করে জনগণের কাছে পৌঁছে দিয়ে চাই। আর এ জন্য সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি সাতক্ষীরার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সারা দেশে ফ্যাস্টিট সরকার গুম-খুন-হত্যাযজ্ঞ চালিয়েছিল। শুধুমাত্র সাতক্ষীরায় আমাদের নেতাকর্মীদের গুম-খুন করার পাশাপাশি বাড়িঘরও ভাঙচুর করেছিল। এসব হত্যার বিচার নিশ্চিত করতে হলে সাতক্ষীরার ৪টি আসনেই দাড়ীপাল্লাকে বিজয়ী করতে হবে।
