সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৩, থানায় মামলা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিএনপির ৫ নেতাকর্মীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা বাজার এলাকায় সোমবার রাতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ভোট প্রচারণায় ধানের শীষের মিছিল বের করে। এ সময় মিছিলটি সড়ক প্রদক্ষিণ কালে বিপরীত দিক থেকে জামায়াতের ভোট প্রচারণার মিছিল আসছিল। এ দুটি মিছিল পার হওয়ার সময় হঠাৎ করেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৩ জন আহত হয়। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জামায়াত নির্বাচনে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। তারা বিএনপির নির্বাচনী মিছিলে হামলা চালিয়েছে। এতে ছাত্রদলের ৬ জনসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে হাসপাতালে আহতদের খোঁজ খবর নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

অপরদিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম বলছেন, ওই এলাকায় জামায়াতের পূর্ব নির্ধারিত মিছিল ছিল। কিন্তু মিছিল শেষ হওয়ার আগ মুহূর্তে বিএনপির লোকজন হামলা চালায়। পরে নিজেদের আত্মরক্ষার্থে মিছিলে থাকা লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে ইতোমধ্যেই অভিযান শুরু করা হয়েছে ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।