সিরাজগঞ্জে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার চাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম (৪২) ও মৃত নজরুল ইসলামের ছেলে নয়ন আলি (৩৩)।
র্যাব-১২ এর অপস্ অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৯ কেজি ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ওই ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকসহ তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৮শ টাকা জব্দ করা হয়েছে।
তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
