লালমনিরহাটে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  ‎লালমনিহাট প্রতিনিধি

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)।

‎বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পলিথিনে মোড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি (মালিকবিহীন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানায়, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

‎এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ৩টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৫টি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।