বীরগঞ্জে শিশু ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:২৪ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

শিশুদের শিক্ষায় উৎসাহ বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বীরগঞ্জ এপি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রম আয়োজন করা হয়।
বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
তিনি নিজ হাতে পৌরসভার অন্তর্ভুক্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।
বিতরণকালে তিনি বলেন, শিশুর ভবিষ্যৎ গঠনের প্রধান হাতিয়ার শিক্ষা। শিক্ষা উপকরণ সহায়তার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করা সম্ভব। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় হলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়। বাকি শিক্ষা উপকরণ সংশ্লিষ্ট ইউনিয়ন পর্যায়ে স্ব-স্ব ইউনিয়নের শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে ২৩৭৬ শিক্ষার্থীর মাঝে সাড়ে ৩২ হাজারটি খাতা ও ৫ হাজার কলম বিতরণ করা হয়।
পাশাপাশি ৫৭৭টি শিশু বিকাশ কেন্দ্রের শিশুদের মাঝে স্কুল ব্যাগ, ড্রইং খাতা, টুথপেস্ট, ব্রাশ, রং পেন্সিল ও আদর্শ লিপি প্রদান করা হয়।
এছাড়াও ১৮২ জন এসএসসি ও ৫০ জন এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর মাঝে ১টি করে সাইন্টিফিক ক্যালকুলেটর, ১টি ফাইল ও একটি স্টিলের স্কেল বিতরণ করা হয়, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে বলে জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
