দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার (ওসি) তদন্ত নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ, ইমরান বাশার, জুলাইযোদ্ধা আবিদ হাসান তানভীরসহ আরো অনেকে।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকা, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র পাচার বন্ধে সজাগ থাকা, গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কে সবাইকে অবগত করা, নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
