মুন্সীগঞ্জে সিমেন্ট ব্যাগ থেকে দেশীয় বন্দুক উদ্ধার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩০ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা এলাকা থেকে সেনাবাহিনীর যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি গুটার গান উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষি এলাকায়
এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর যৌথ টিম।

সেনাবাহিনী প্রেস বিজ্ঞাপ্তিতে জানান, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চরচাষি এলাকার সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে একটি শুটার গান উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত এবং শীর্ষ সন্ত্রাসী নয়ন-পিয়াস গ্যাংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালাছে। এছাড়াও যেকোন সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ডে জড়িতসহ অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।