বাড়াদী ইউনিয়নে নারী সমাবেশে বিএনপির কর্মসংস্থানের প্রতিশ্রুতি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় বাড়াদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য সচিব তোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিংগাপুর (বিডিচ্যাম) এর প্রেসিডেন্ট সিআইপি সাহিদুজ্জামান টরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং তার ভাই শরীফুজ্জামান শরীফ নির্বাচিত হলে চুয়াডাঙ্গা জেলায় থাকা সমস্ত বেকার নারী সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলাকে একটি মডেল জেলা হিসাবে রূপান্তরিত করা হবে। তিনি উপস্থিত নারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান ধানের শীর্ষ প্রতিকে ভোট দিয়ে শরীফুজ্জামান শরীফকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ ও আশিরুল ইসলাম সেলিম।
এছাড়া বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত আরা সুলতানা।
সমাবেশে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী নেতাকর্মী ও সাধারণ নারীরা অংশগ্রহণ করেন।
