নকলায় মা সমাবেশে শিক্ষার মানোন্নয়ন ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া গণভোটে সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন কর্তৃক সরবরাহকৃত লিফলেট বিতরণ করা হয়।

বুধবার দুপুরের দিকে উপজেলার বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী মো. মোশারফ হোসাইন ও সহকারী মৌলভী মো. হযরত আলী প্রমুখ।

মা সমাবেশ শেষে মাদ্রাসার নিজস্ব অর্থায়নে ইবতেদায়ী স্তরের ৬২ জন শিশু শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়।

এ সময় পিটিএ কমিটির সাবেক সভাপতি আব্দুছ ছাত্তার, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্যগণ, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন ও মুক্তা খাতুন, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, আয়েশা আক্তার, মোজাহিদুল ইসলামসহ কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদের মা ও অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।