ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৫:১৮ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যম কর্মীদের তৃণমূল পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ আরও শক্তিশালী করতে কমিউনিটি মনিটরিং সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপীর দ্বিতীয় পর্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে স্থানীয় এনজিও স্বনির্ভর এর সহায়তায় সাকমিড বাস্তবায়িত ‘নারীর ভোট, নারীর কণ্ঠ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।
প্রশিক্ষণে টেলিভিশন, জাতীয় পত্রিকা, অনলাইনের ২০ জন সাংবাদিক অংশ নেন। অংশগ্রহণকারীদের নিয়ে পাঁচ জন করে মোট চারটি মনিটরিং গ্রুপ গঠন করা হয়। এসব গ্রুপের ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এলাকায় নির্বাচনসংক্রান্ত অনিয়ম, সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য নিয়মিত পর্যবেক্ষণ ও দায়িত্বশীলভাবে প্রতিবেদন করবেন।
প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন সাকমিডের প্রমোশন অফিসার সাংবাদিক মিনহাজ আমান, প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান, প্রোগ্রাম অফিসার শাদমান আল আরবি।
এসময় উপস্থিত ছিলেন সাকমিডের প্রধান নির্বাহী সৈয়দ কামরুল হাসান, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক এস.এম. শাহীন, নিহার রঞ্জন সরকার।
প্রশিক্ষকরা বলেন, ভুয়া সংবাদ বর্তমানে বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং নির্বাচনকেন্দ্রিক ভুয়া খবর ও ছবি ছড়ানোর ঝুঁকি বেশি। নির্বাচনের সময় সঠিক তথ্য ও নাগরিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি পর্যায়ে দক্ষ পর্যবেক্ষক তৈরি হলে সহিংসতা ও ভুয়া তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
