হাজীগঞ্জে ধানের শীষের পক্ষে বিএনপি’র নির্বাচনী পথসভা

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

“সবার আগে বাংলাদেশ” এই আদর্শিক শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ধানের শীষের পক্ষ্যে হাজীগঞ্জে ১ নং রাজারগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

এদিন মোট ৭টি পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক।

তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি পরিবর্তন চান। কাজেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে। আপনাদের জীবনমান উন্নত হবে। শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো। মাদক ও ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী, জেলা বিএনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম.এ রহিম পাটওয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ইমাম হোসেন, হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য খালেদ মাহমুদ মিঠু।

১ নং ওয়ার্ড মুকুন্দসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্র আহ্বায়ক শাহাদাত হোসেন প্রধানীয়ার সার্বিক তত্ত্বাবধানে, কেন্দ্রের সদস্য সচিব আবুল হাসনাত বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম খোকন শেখ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির রফিকুল ইসলাম রনি তালুকদার।

রামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান আখন্দ এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সি. সহ-সভাপতি মোবারক হোসেন মিজি।

মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান ঢালির সঞ্চালনায় এবং ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন খোকন প্রধানীয়া।

০৪ নং ওয়ার্ড উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিল্লাল খান।

ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে কাসেম মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান বাবু ও বিএনপি নেতা জামাল মিজি।

পশ্চিম রাজারগাঁও আল আমিন বাজার স্কুল মাঠে সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মো. আবদুল্লাহ খান। ০৫ নং ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র কমিটির আহ্বায়ক শাহ আলম এবং সঞ্চালনা করেন কেন্দ্র কমিটির সদস্য সচিব জোবায়ের হোসেন।

রাজারগাঁও বাজার মাদ্রাসা মাঠে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বেপারী এবং সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছালামত উল্ল্যা মিঠু।

রাজারগাঁও হাই স্কুল মাঠে ৭, ৮ ও ৯ এই তিনটি ওয়ার্ডের পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ফজলুল করিম।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য মো. আলী জিন্নাহ, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. রাসেল হোসেন খান ও সদস্য সচিব নাজমূল হাসান রাজন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন ভূঁইয়া, সহ-সভাপতি মো. এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলামসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।