জাতীয় নির্বাচন ও গনভোট উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:৫৫ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে.এম. আলী নেওয়াজ।
কর্মশালায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।
তিনি ভোটকেন্দ্রের নিরপেক্ষ পরিবেশ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনী মালামাল সংগ্রহ থেকে শুরু করে ভোট চলাকালীন ও ভোটগ্রহন পরবর্তী করণীয় এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু সমন্বয় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফীর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, সহকারী পুলিশ সুপার সিরাজদিখান সার্কেল, অফিসার ইনচার্জ (ওসি) টংগীবাড়ীসহ অনেকে উপস্থিত ছিলেন।
