বীরগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১৯:৩২ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ বটমূল প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে বিনামূল্যে কৃষি উপকরণ-সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। সেই সঙ্গে কৃষকরা যেন তাদের ফসল উৎপাদনে কোন প্রকার সমস্যা না হয় সেই বিষয়ে মাঠে গিয়ে গিয়ে সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। সেই আলোকে কৃষকরা চাষাবাদ করে লাভবান হচ্ছেন। বীরগঞ্জ উপজেলাকে কৃষিখাতকে  মডেল হিসেবে কৃষিতে রূপান্তি করার লক্ষ্যে জেলা ও উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তাগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন-সহ বীরগঞ্জ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনা শেষে মেলাতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট ও ১০০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বারোমাসি আমের চারা বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।