পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২১:১৯ | অনলাইন সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকেলে উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারতকালে তারেক রহমান শহীদ আবু সাঈদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় বলে উল্লেখ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কবর জিয়ারতকালে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম-সহ রংপুর জেলা পীরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় পীরগঞ্জ ও আশপাশের এলাকার সাধারণ মানুষ তারেক রহমানকে এক নজর দেখার জন্য কবরস্থানের আশপাশে ভিড় করে। পর তারেক রহমান স্থানীয় মাঠে এক পথসভায় সাইফুল ইসলামের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান।
 
উল্লেখ্য, উত্তরাঞ্চলে বিএনপির ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান রংপুর বিভাগের বিভিন্ন জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।