নির্বাচিত হলে চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেয়া হবে: নূরুল ইসলাম বুলবুল

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নির্বাচিত হলে তার প্রধান লক্ষ্য হবে জনমানুষের চিকিৎসাসেবার মানোন্নয়ন। বর্তমান স্বাস্থ্য ব্যবস্থার সংকট নিরসন করে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় পদ্মা নদীর ১০ নম্বর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকায় আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল জেলার চিকিৎসাসেবার বর্তমান চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে জেলা হাসপাতালগুলোতে রোগী নিয়ে গেলেই অন্য হাসপাতালে রেফার্ড (স্থানান্তর) করার সংস্কৃতি গড়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বর্তমানে জেলায় চিকিৎসাসেবার মান খুবই নাজুক, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচিত হলে জেলা হাসপাতালের আধুনিকায়নের ঘোষণা দিয়ে তিনি বলেন, হাসপাতালে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। সেই সঙ্গে শয্যা সংখ্যা বাড়ানো এবং পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পাশাপাশি সার্বক্ষণিক ইনডোর ও আউটডোর সেবা নিশ্চিত করার প্রতয় ব্যক্ত করেন তিনি।

বিনামূল্যে চিকিৎসা ও ব্লাড ব্যাংক ইশতেহারে বিশেষ গুরুত্ব দিয়ে বুলবুল ঘোষণা করেন, নির্বাচিত হলে ৩৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিক এবং ৫ বছরের নিচে শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এছাড়া জরুরি প্রয়োজনে রক্তের চাহিদা মেটাতে চাঁপাইনবাবগঞ্জে একটি আধুনিক ও নিরাপদ ব্লাড ব্যাংক স্থাপনের কথা জানান তিনি।

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বলেন, প্রতিটি ইউনিয়নে বিদ্যমান স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সংস্কার করে সুযোগ-সুবিধা বাড়ানো হবে এবং সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু রাখা হবে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।